সোনারগাঁয়ে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে হতদরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোনারগাঁ সনমান্দী সেবার প্রত্যয় সংগঠনের উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১১সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁ উপজেলার ৪৫ নং ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।

আয়োজিত ফ্রি ক্যাম্পেইন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান ও সেবার প্রত্যয় এর প্রধান উপদেষ্টা জাহিদ হাসান জিন্নাহ ।

বিশেষ অতিথি ডা. মো. আশরাফুজ্জামন (নয়ন),ডা. নুশরাত জাহান মুন্না, ডা. মো. সুজন আহম্মেদ।

সনমান্দী সেবার প্রত্যয় এর সভাপতি হাসানুজ্জামান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ । এ সময় আরও উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন সুজন, সনমান্দী ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন, সাবেক মেম্বার রুহুল আমিন, তরিকুল, মাসুদ, আল-আমিন, সুমন, হাফেজ সোহান মোল্লা, শাহাদাৎ, আইটি ও মিডিয়া সমন্বয়ক মীমরাজ হোসেন রাহুল প্রমুখ।