রাজিব পুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। ১৩ সেপ্টেম্বর রবিবার দিবাগত মধ্যরাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর এলাকায় রৌমারী-স্থলবন্দর সড়কের ১ নম্বর ব্রিজের পাশে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়েছে। এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইনাম জানান, ওই সড়কে পুলিশের টহলরত দল একটি পোটলার মধ্যে দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি পাওয়া গেছে। এ ঘটনায় রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বাদি হয়ে থানায় একটি জিডি দায়ের করেছেন। এদিকে ১ নম্বর ব্রিজের পূর্বপাড়ের মোনোহারি দোকানদার মৃত আহাদ আলীর ছেলে দুদু মিয়া (৪৪) জানান, তাদের এলাকায় পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল উদ্ধার হওয়ায় আতংকিত বিরাজ করছে । কেননা পুলিশের টহল দল না থাকলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারতো এমন আশঙ্কা করছেন তারা।