মুক্তিযুদ্ধা পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র

মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামের বীর মুক্তিযুদ্ধা মরহুম হাবিবুল্লাহর পরিবারেরর সদস্যদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপবাদ প্রচার করছে একটি কুচক্রী মহল। এ ঘটনায় মুক্তিযুদ্ধা পরিবার বিব্রতবোধ করছেন। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধাদের সম্মান ও নিরাপত্তার বিষয় তৎপর সেখানে মেঘনা এলাকায় মুক্তিযুদ্ধার পরিবারের প্রতি অপপ্রচার সর্বমহলে নিন্দার ঝড় উঠেছে।

মুক্তিযুদ্ধার সন্তান স্বপন দেওয়ান জানান, আমার বাবা মুক্তিযুদ্ধা হাবিবুল্লাহ দেশের জন্য জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। আজ আমরা মুক্তিযুদ্ধার সন্তান। আমরা কোন প্রকার অনিয়ম ও অসামাজিক কাজে সম্পৃক্ত নাই। বাবার সম্মান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের অংশিদার হয়ে আমরা আজীবন আওয়ামী লীগ করি। আমাদের সামাজিক মর্যাদা ও সুমান দেখে একটি মহলের সহ্য হয় না। তাই আমাদের বিরুদ্ধে কু-কথা, অসম্মান মুলক কথা বার্তা বিভিন্ন ভাবে প্রচার করছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সরকার মুক্তিযুদ্ধের পরিবারের সম্মান রক্ষায় পদক্ষেপ গ্রহণ করবেন বলে দৃষ্টি আকর্ষণ করছি।