নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মীণী ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান মানবতার মা সালমা ওসমান লিপিসহ ওসমান পরিবারের সদস্যদের সুসস্থা ও রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবনির্মিত জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বারভবনের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়াপূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মহসীন বলেন, আপনারা জানেন যে আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মীণী লিপি আপা তার ছেলে অয়ন ওসমান, প্রয়াত নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমানের সহধর্মীণী পারভীন ওসমান সহ ওসমান পরিবারের বেশ কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত। পুরোপুরি পৃথিবী আজকে এই মহামারীতে আক্রান্ত। সবাই সবার জন্যে দোয়া করবো যাতে করে এই মহামারী থেকে আল্লাহ আমাদের মুক্তি দেন।
বক্তব্য শেষে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মীণী ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপিসহ ওসমান পরিবারের সদস্যদের সুসস্থা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মহসীনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জিপি এড. মেরিনা বেগম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মাহাবুবর রহমান প্রমুখ।