নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁ শাখার উদ্যোগে সারাদেশে ধর্ষণ প্রতিরোধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।১১ অক্টোবর রবিবার সকালে সোনারগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য ও নেতৃবৃন্দ।
মানববন্ধনে তানভীর হায়দার চঞ্চলের সঞ্চালনায় ধর্ষণ বিরোধী ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড চেয়ে বক্তব্য রাখেন, উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, জিয়া হায়দার ডিপটি, কবি শাহেদ কায়েস, বেলায়েত হোসাইন,ওমা রায়, আশিষ সরকার ও ভাবনা সূত্রধর প্রমুখ।
এসময় সংহতি প্রকাশ করেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন, সোনারগাঁও সাহিত্য নিকেতন, খেলাঘর ও রিভা গ্রন্থাগার।