সোনারগাঁও পৌরসভার ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ও পৌরসভা ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁও উপজেলা মোগরাপাড়া চৌরাস্তাস্থ আইয়ূব প্লাজায় অবস্থিত নারায়ণগঞ্জ- আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার রাজনৈতিক কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। সাংসদ লিয়াকত হোসেন খোকা সভায় আগামী ১৭ অক্টোবর উপজেলার ঐতিহাসিক আমিনপুর মাঠে অনুষ্ঠিত সন্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন,  জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাঈম ইকবাল, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান, সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান বাবু, আলমগীর কবির মেম্বার, ফজলুল হক মাষ্টার, আলী হোসেন, শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টি আহ্বায়ক সিরাজুল ইসলাম ভূঁইয়া, সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টি আহ্বায়ক আবুল হাসেম, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টি আহ্বায়ক মোহাম্মদ আলী মেম্বার, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি আহ্বায়ক আশরাফুল ভূঁইয়া মাকসুদ, সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টি আহ্বায়ক আবুল হোসেন, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি আহ্বায়ক সাদেকুর রহমান, শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মনির হোসেন তোতা, বারদি ইউনিয়ন জাতীয় পার্টি সদস্য সচিব দাইয়ান সরকার, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সদস্য সচিব আলীজান মেম্বার, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টি সদস্য সচিব হারুনর রশীদ মেম্বার, কাঁচপুর ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি সদস্য সচিব মুক্তিযোদ্ধা নূর হোসেন প্রমুখ।