জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস কর্মসূচি পালন

উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি এই শ্লোগান নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার ( ১৪ অক্টোবর)  দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মসূচি পালন করেন সোনারগাঁও উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা তার বক্তব্যে বলেন, স্যানিটেশন সম্পর্কে আমাদের সকলকেই সমাজ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাথীদের মধ্যে এর সুফলের আলো ছড়িয়ে দিয়ে পারলেই আমাদের এ অনুষ্ঠানের সফলতা পাওয়া যাবে।