নারায়গঞ্জ বন্দর দৈনিক বিজয় পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার বন্দর প্রতিনিধি ইলিয়াছ শেখ এর হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে সাংবাদিক মহল। আগামী ২৪ ঘন্টার মধ্যে ইলিয়াস হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী করা হয়েছে। শুধু তাই নয় পুরো নারায়ণগঞ্জ অচল করে দেয়া হবে বলে হুশিয়ারীমূলক বক্তব্য প্রধান করেছেন বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি ও সি এন এন বাংলা টিভির জেলা প্রতিনিধি সাহিন সাঈদ।
বুধবার ১৫ই অক্টোবর বেলা ১১টায় বন্দর ঘাট এলাকা ফায়ার ষ্টেশনের সামনে সর্বস্তরের সাংবাদিক, সম্পাদক ও সুশীল সমাজের ব্যাণারে মানব বন্ধন ও প্রতিবাদ সভায় দাবী জানানো হয়।
এ সময় দৈনিক দেশ পত্রিকার বন্দর প্রতিনিধি এস এম নাসের বলেন, আমরা নারায়ণগঞ্জের সাংবাদিকরা দূর্বল নই। প্রয়োজনে আমরা কলম ছেড়ে রাস্তায় নামবো। আজ আমার সহকর্মী সাংবাদিক ভাই ইলিয়াসকে সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করেছে। কাল অন্য আরেক জনকে হত্যা করবে। আমরা এইসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আরো বলতে চাই সাংবাদিক মোঃ ইলিয়াসের হত্যাকারী খুঁনী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন সরকার দায়িত্বে করা হয়।
মানব বন্ধনে দৈনিক দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপুর সভাপতিতে আরো বক্তব্য রাখেন, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহাম্মেদ সেন্টু, দৈনিক নগর সংবাদ পত্রিকার সম্পাদক আব্দুল রিয়েল রাজা, জাগো নারায়ণগঞ্জ ২৪ এর সম্পাদক শহিদুল্লাহ রাসেল,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক তানভীর আহাম্মেদ রনি, জয়যাত্রা টেলিভিশনের বুরো চিফ মোঃ আলী হোসেন, সকাল নারায়ণগঞ্জ ২৪ এর সম্পাদক ও প্রকাশক ছায়ানূর তালুকদার, সিনিয়র ফটো সাংবাদিক জামাল তালুকদার, বন্দর মডেল প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল মান্নান খান বাদল, বাংলাদেশ কথা ২৪ এর সম্পাদক মোঃ বদিউজ্জামান, নারায়ণগঞ্জ কথার নির্বাহী সম্পাদক মোঃ রাজু খন্দকার, দৈনিক রুদ্রবার্তার ফটো সাংবাদিক শ্যামল সরকার শিমুল, ফালগুনী টিভির স্টাফ রিপোর্টার মোঃ তারেক,দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার স্টাফ রির্পোটার সাকিবুল হাসান, আজকের আওয়াজ ডট কমের সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ফটো সাংবাদিক কামরুল হাসান সুমন, চ্যানেল জিরো’র ক্যামেরা পার্সন জহিরুল ইসলাম, রিপোর্টার মোঃ কিবরিয়া, এন এ এন টিভির ক্যামেরা পার্সন সোনিয়া আক্তার, নারায়ণগঞ্জ কথা’র স্টাফ রিপোর্টার মোঃ আরিফ, ফটো সাংবাদিক মোঃ কাউছার রনি প্রমুখ।
দৈনিক আমার পৃথিবী আরিফুল ও শিক্ষাতত্ব অনলাই পোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক জি কে রাসেল এর সঞ্চালনায় প্রতিবাদ সভা ও মানব বন্ধনে উপস্থিত ছিলেন নিহত সাংবাদিক মোঃ ইলিয়াসের মা রওশন আরা,স্ত্রী বিলকিস বেগম, ছেলে- ইমন, আরাফাত, নয়ন, শিশু কন্যা- ইষা মনি, ইফসা সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। সেই সাথে নারায়ণগঞ্জের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সম্পাদকবৃন্দ।