ছাত্রদলনেতা মিরাজের মৃত্যু

সিদ্বিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন মিরাজ মারা গেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ) । বুধবার (২৮ অক্টোবর ) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। পরে তার মৃত্যু হয় ।

শাহাদাত হোসেন মিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সজল । তিনি বলেন, মিরাজ ছিলেন মহানগর ছাত্রদলের একজন নিবেদিত প্রাণ।

মিরাজ সংগঠনকে শক্তিশালী করতে মনেপ্রাণে কাজ করে গেছেন। তার মতো আদর্শনিষ্ঠ ও অকুতোভয় ছাত্রনেতার মৃত্যুতে আমি শোকহাত। আমি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।