লিপি ওসমান ও হাতেমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমানের সহধর্মিণী নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, নারায়ণগঞ্জ ক্লাব লি. এর সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর পিতা সাইফুদ্দিন আহমেদ এবং বিকেএমইএর সিনিয়র সহ- সভাপতি ও বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেমের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ) শহরের ১নং রেল গেইটস্থ বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের ক্লাব ভবনে এ দোয়া মাহফিলের আয়েঅজন করা হয় । এসময়ে সাইফুল আহমেদ, সালমা ওসমান লিপি ও মোহাম্মদ হাতেমের রোগ মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।

বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি ও না‌সিক ১৬ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর শেখ নাজমুল আলম সজলের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত মিলাদ ও দোয়া মাহ‌ফিলে আরো উপ‌স্থিত ছি‌লেন হো‌সিয়ারী এ‌সোসি‌য়েশ‌নের সহ-সভাপতি (জেনারেল) ও বি‌কেএমইএ প‌রিচালক মোঃ ক‌বির হো‌সেন, সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহমেদ স্বপন, প‌রিচালক (‌জেনা‌রেল) পরিচালক (জেনারেল), বীর মুক্তিযাদ্ধো হাজী আলী আহমেদ শেখ,  মো. মোজাম্মেল হক, আলহাজ্ব মো. আবদুল হাই, আলহাজ্ব  মো. মনির হাসেন, বাবু বৈদ্যনাথ পোদ্দার,  মো. সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন,  মো. সাখাওয়াত হাসেন সুমন,  মো. আবুল বাশার (বাসেত), পরিচালক (এসোসিয়েট) আলহাজ্ব  মো. নাছির শেখ,হাজী  মো. শাহীন হাসেন, আলহাজ্ব নাছিম আহমেদ, আলহাজ্ব  মো.আতাউর রহমান, আলহাজ্ব  মো. মিজানুর রহমানসহ হো‌সিয়ারী ব্যবসায়ী বৃন্দ। এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশন স‌চিব সবদার হো‌সেনসহ নয়ামাটি ও উকিলপাড়া অন্যান্য ব্যবসায়ীবৃন্দ ।