বন্দরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক শেখ ইলিয়াছ পরিবারকে সান্তনা ও আর্থিক সহয়তা প্রদান করেছে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বন্দর থানার আদমপুরস্থ নিহত সাংবাদিকের বাসভবনে এসে পরিবারের খোঁজ খবরসহ আর্থিক সহয়তা প্রদান করে।
ওই সময় উপজেলা চেয়ারম্রান এম. এর রশীদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আমরা সাংবাদিক ইলিয়াছকে হারিয়ে র্মমহত। ইলিয়াছ হত্যা মামলার সকল খুনিদের গ্রেপ্তার জন্য বন্দর থানা প্রশাসন আন্তরিক ভাবে কাজ করছে।
অপরাধীরা কোন দলের হতে পারেনা । সাংবাদিক ইলিয়াছ হত্যা মামলার আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তি হবে বলে আমরা আশাবাদী।
ওই সময় তার সাথে ছিলেন বন্দর থানা আওযামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শ্রী ভোলা নাথ দাস, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান মোল্লা, আওয়ামী লীগ নেতা আসাদুল্লাহ মাষ্টার, রবিউল আউয়াল রবি, ছাত্রলীগ নেতা সোয়েব মোহাম্মদ লিটন প্রমুখ। পরে তিনি নিহত সাংবাদিক ইলিয়াছের পরিবারের নিকট ১০ হাজার টাকা আর্থিক সহয়তা প্রদান করে।