শীতলক্ষ্যায় নৌকা ডুবির ঘটনায় দুইজনের মৃত্যু

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় নদীতে নৌকা ডুবির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, আবু হানিফ ও খলিলুর রহমান। শনিবার ৩১ অক্টোবর দুপুরে বন্দর স্কুল ঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। একই দিনে রাজধানীর একটি হাসপাতালে আরো একজনের মৃত্যু ঘটে।
নারায়ণগঞ্জ নৌ থানার ওসি শহিদুল ইসলাম জানান, নৌকা ডুবির ঘটনার দুই দিন পর বন্দর স্কুল ঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে আবু হানিফ (৩৮) নামের ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একটি বন্দরের একটি সূত্র জানায়, ৩১ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে খলিলুর রহমান নামের একজন মারা গেছেন। নৌকা ডুবির পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য গত ২৯ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে শীতলক্ষ্যা নদী পারাপারের সময়ে একটি যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দেয় একটি বালুবাহী বাল্কহেড