যাত্রীবাহী বাসের চাপায় যুবকের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, : সিদ্ধিরগঞ্জে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ফরিদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘাতক বাস চালককে আটক করেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পিডিকে পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ঐ যুবক ময়মনসিংহের হালুয়াঘাটের কৈচাপুরের বাসিন্দা। সিদ্ধিরগঞ্জে সানাড়পার লন্ডন মার্কেট এলাকায় সে ভাড়া বাসায় থাকতো। ফরিদ রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ বাসটি আটক করে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী দ্রুত গতির সেইন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঐ যুবকের মৃত্যু হয়। এসময় যাত্রীবাহী বাসের চালক গতিরোধের চেষ্টা করতে গিয়ে বাসটি গতিদিক পাল্টে যায়। এতে বাসটির দরজা বন্ধ হয়ে গেলে বাসের যাত্রীরা বাসের আটকা পড়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করা হয়। তবে যাত্রীদের কারও কোন ক্ষতি হয়নি।