সোনারগাঁ স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

৩১ অক্টোবর শনিবার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা বেপারী বাজার এলাকায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপী এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনু মোহাম্মদ শামীম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক আজগর হায়াত লিমন, সহ-সাধারণ সম্পাদক জুলফিকার হোসেন জনি, মাহমুদুল বারী, আকরামুজ্জামান টুকন ও মোহাম্মদ শরীফ ফেরদৌস।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু ও স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ নাসির প্রমুখ।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের করেক’শ নেতাকর্মী অংশগ্রহণ করেন। করোনাকালীন সময়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের যেসকল নেতাকর্মীরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাদের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়।মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজাহারুল ইসলাম মান্নান অংশগ্রহণ করেন।