তিনদিন পর বরিশালে লঞ্চ চলাচল শুরু

ঘূর্ণিঝড় ফনির কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর রোববার ভোর থেকে বরিশালের দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটগুলোতে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের প্রধান আজমল হুদা মিঠু জানান, আবহাওয়ার সতর্ক সংকেত নেমে যাওয়ায় শনিবার দিনগত রাত ৪টা থেকেই লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হয়।

এদিকে অনুমতি পাওয়ার পর থেকেই বরিশালের দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়। সকাল থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি লঞ্চ যাত্রী নিয়ে অভ্যন্তরীণ বিভিন্ন রুটের উদ্দেশে বরিশাল লঞ্চঘাট থেকে ছেড়ে গেছে এবং যাত্রী নিয়ে বিভিন্ন স্থান থেকে এসে ঘাটে ভিড়েছে।

এ ছাড়া ঢাকা-বরিশাল রুটের লঞ্চগুলো সন্ধ্যায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে বলে নিশ্চিত করেছে লঞ্চ মালিক সমিতি।